অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: চিত্তরঞ্জন শহর জুড়ে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান লাগাতার ভাবে চলছে। বৃহস্পতিবারও চিত্তরঞ্জনের ফতেপুর সবজি বাজার ও সংলগ্ন এলাকার অবৈধ ৮০ টি দোকান ভেঙে দেয় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষ ।
এদিন এই উচ্ছেদ অভিযানের সময় চিত্তরঞ্জন রেল কারখানা কর্তৃপক্ষ ও রেল পুলিশ উপস্থিত ছিল। এদিন যে অস্থায়ী নির্মাণগুলি ভেঙে দেওয়া হয়েছে সেইগুলিতে ছোট দোকানের মতো করে সবজি, ফল, হোটেল ছিল। এইসব দোকানগুলি থেকে অনেকেই নিজেদের রুজি রুটির জায়গা করে আসছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে। তবে এটা ঠিক, এইসব নির্মাণ সবই ছিল অবৈধ বা বেআইনি ভাবে তৈরি করা।
রেল প্রশাসন বিনা অনুমতিতে শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠা বিভিন্ন ধরনের অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো একে একে শহরের বিভিন্ন প্রান্তে চলছে এই উচ্ছেদ অভিযান। তবে যারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে বিভিন্ন ব্যবসা করে রুজিরুটির জায়গা করে নিয়েছিলেন তারা রীতিমতো ক্ষুব্ধ। স্বাভাবিক ভাবেই বিপাকেও পড়লেও তাঁরা এখন বুঝতে পেরেছেন অবৈধ জায়গা দখল করে তাঁরা বেআইনিভাবে দোকানঘর তৈরি করে ব্যবসা করছেন ।
তাই তাদের কিছু করার নেই ।





Be First to Comment