বার্নপুর : আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগ ও তৎপরতায় বার্নপুরের দামোদর স্টেশনের অদূরে সূর্যনগর লেভেল ক্রসিংয়ে শেষ পর্যন্ত আন্ডারপাস তৈরির অনুমোদন দিল রেল মন্ত্রক।
বিজেপি বিধায়ক বৃহস্পতিবার সকালে ওই এলাকায় আসেন। এদিনই তার উপস্থিতিতে আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়।
কাজ কিভাবে করা হবে ও রেলের তরফে আন্ডারপাসের যে নকশা তৈরি করা হয়েছে তা নিয়ে কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন।
বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল দক্ষিন বিধানসভার অন্তর্গত দামোদর স্টেশনের কাছে সূর্যনগরের রাস্তায় লেভেল ক্রসিংয়ে একটি আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে। আমি এলাকার বাসিন্দাদের অসুবিধার কথা ভেবে এই লেভেল ক্রসিংয়ে একটা আন্ডারপাস তৈরির জন্য রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বলেছিলাম। কারণ,স্থানীয় লোকেদের সঙ্গে বিশেষ করে পড়ুয়া ও ইস্কো কারখানা ও অন্য জায়গায় কাজে যাওয়া মানুষদের অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়। ছঠ পুজোর সময়ও নদীতে যাওয়া ও আসার সময় অপেক্ষা করতে হয়। দামোদর স্টেশন থেকে আসা যাওয়া মালগাড়ির কারণ মানুষদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। সবকিছু দেখে আমি বিধায়ক হিসেবে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এখানে একটা আন্ডারপাস তৈরির জন্য চিঠি লিখেছিলাম। রেলমন্ত্রী আমার সেই আবেদন মঞ্জুর করেছেন।

এই আন্ডারপাসের জন্য রেলমন্ত্রক ১৩.৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে। বৃহস্পতিবার থেকে সেই কাজ শুরু হল। এই কাজ আগামী আগষ্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমার আশা।
তিনি আরো বলেন, সূর্যনগরের পাশাপাশি আসানসোল কোর্ট বাজারের লেভেল ক্রসিংয়েও একটা আন্ডারপাস তৈরির জন্য বলেছিলাম। সেটাও মঞ্জুর করা হয়েছে। আশা করি, খুব তাড়াতাড়ি ওই কাজও শুরু হয়ে যাবে। বিজেপি বিধায়ক এরজন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Be First to Comment