৫১৫ জন রেল হকার রাষ্ট্রবাদী হকার্স ইউনিয়নে যোগ দিয়েছেন। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বেশ কিছুদিন আগে বিজেপি নেতা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে বেশ কিছু রেলের হকাররা বিজেপিতে যোগদান করেছিলেন। সেদিন তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়ে জিতেন্দ্র তিওয়ারি আশ্বাস দিয়েছিলেন তিনি খুব শীঘ্রই হকারদের সমস্যা নিয়ে আলোচনা সভা করবেন। সেই প্রতিশ্রুতি মতো সোমবার জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করা হকারদের নিয়ে রাষ্ট্রবাদী হকার্স ইউনিয়ন গঠন করে সম্মেলন করলেন। আসানসোলের রেলপার এলাকায় সেই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৫১৫ জন রেল হকার রাষ্ট্রবাদী হকার্স ইউনিয়নে যোগ দিয়েছেন। তাঁদেরকে নিয়েই এ দিন প্রথম সম্মেলন হল। সেখানে রেল হকারদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগামী দিনে হকারদের সমস্যা নিয়ে রেল মন্ত্রকের সঙ্গে কথা বলে সমাধান করা হবে বলে জিতেন্দ্র তেওয়ারি সবাইকে আশ্বাস দেন ।
এ দিনের সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর তথা ইউনিয়নের সভাপতি গৌরব গুপ্ত, সহসভাপতি নাসিম খান-সহ অন্যরা।
Be First to Comment