আসানসোল: বুধবার সকালে আসানসোল ডিআরএম ভবনের সামনে রেলের গার্ডরা রেলওয়ের সিদ্ধান্ত প্রতিবাদে বিক্ষোভ দেখান এআইজিসির সদস্যরা। এআইজিসির আসানসোল ব্রাঞ্চ সম্পাদক বাবলু প্রসাদ জানান রেলওয়ে কতৃর্পক্ষ গার্ডদের ট্রেন পরিচালনা করার জন্য একটা বাক্স সরবরাহ করতেন সেই বাক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ ছোট বিস্ফোরক থাকত এবং সেগুলো কুলি দ্বারা ট্রেনের গার্ডের কামরায় পৌঁছানো হতো আবার অন্য স্টেশনে গার্ডের ডিউটি শেষ হওয়ার পর কুলি দ্বারা পুনরায় সুনির্দিষ্ট স্টেশনে ট্রেনে করে নিয়ে আসত কিন্তু বর্তমানে রেলওয়ে কতৃর্পক্ষ বাক্স সরিয়ে ট্রলি ব্যাগ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই ট্রলি ব্যাগ নিজ দায়িত্ব রেখে বাড়ি নিয়ে যেতো হবে আবার নিয়ে আসতে হবে।
রেলওয়ে কতৃর্পক্ষ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ তাদের দাবি পুনরায় বাক্স আনতে হবে, ট্রলি ব্যাগে রাখা বিস্ফোরক কোন সময়ে কোন দূর্ঘটনা ঘটে গেলে অনেক ক্ষতি হবার সম্বভনা রয়েছে। বুধবারের রেলের গার্ডদের বিক্ষোভে এআইজিসির আসানসোল শাখার সম্পাদক বাবলু প্রসাদ সহ সমস্ত ট্রেন ম্যানেজার, ডিভিসনাল অর্গানাইজিং সেক্রেটারি দিনেশ পন্ডিত সহ অন্ডাল, সীতারামপুর, রাণীগঞ্জ শাখার সব ট্রেন গার্ড ইআরএমইউ,ইআরএমসির ট্রেন ম্যানেজার, ইআর এম ইউর আসানসোল শাখার সভাপতি এবং সম্পাদক এবং ইআর এম সির আসানসোল শাখার সভাপতি এবং সম্পাদক সহ পি কে সিং, পি এন রাম, ডি ঠাকুর, একে মুকিম, রাহুল ব্যানার্জী, শম্ভু প্রসাদ, শ্যাম মাহাতো রবীন্দ্র কুমার উপস্থিত ছিলেন।




Be First to Comment