উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নং ব্লকের সুপ্রসাদ মিস্ত্রি ৬৮ তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করল। মহারাষ্ট্রের কোলহাপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের পাঁচ সদস্যের দল দ্বিতীয় স্থান অধিকার করে, যেখানে অনূর্ধ্ব-১৭ বিভাগে ছিলেন সুপ্রসাদ।
এই সাফল্যের ফলে এলাকায় সুপ্রসাদ ব্যাপক পরিচিতি পেয়েছে। স্কুলে আসার পর অনেকেই তার কাছ থেকে যোগাসন শিখতে চাইছেন, আর সুপ্রসাদ নিজেও আগ্রহ নিয়ে সেগুলি শিখিয়ে দিচ্ছে।
রায়দীঘির দিঘীরপাড় করালি চক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সুপ্রসাদ অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছে। দুই ভাই-বোনের মধ্যে বড় সুপ্রসাদ তার কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে নিজের জায়গা করে নিয়েছে। তার সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকার মানুষ।

স্কুলের প্রধান শিক্ষক প্রভাত কুমার মণ্ডল বলেন, “সুপ্রসাদ আমাদের স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র। তার এই সাফল্য শুধু বিদ্যালয়কে নয়, সুন্দরবনের মানুষকেও গর্বিত করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এবার সুপ্রসাদ দলগত বিভাগের পরিবর্তে একক বিভাগে অংশ নিতে চায়। তার লক্ষ্য দেশের হয়ে বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করা।




Be First to Comment