Press "Enter" to skip to content

তীব্র গরমে সাধারণ মানুষের জন্য জল-বাতাসা বিতরণ করল রায়দিঘি থানার পুলিশ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : বৈশাখের তীব্র গরমে ভুগছে বাংলা। আর এই গরমে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে এগিয়ে এল পুলিশ। প্রশাসনের কাজের পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে এল তারা।

জলদান, জীবন দান। এই তীব্র তাপপ্রবাহে পথ চলতি মানুষের মাঝে রায়দিঘি থানার উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হল মঙ্গলবার দুপুরে। এইদিন তীব্র তাপপ্রবাহের কারণে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে কাশিনগর বাজারে পথচারী, টোটো চালক, অটো চালক-সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানীয় জল বিতরণ করা হয়।

সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তবতীর্থ আচার্য, রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহা, রায়দিঘি থানার এসআই রাহুল রায়-সহ অন্য আধিকারিকদের উপস্থিতিতে বিশুদ্ধ পানীয় জল, বাতাসা বিতরণ করা হয়,এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় তা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়

পুলিশ সূত্রে জানা গেল, গরমে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে এক ফোঁটা জলের কারণে, তাই রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে কাশিনগর বাজার এলাকায় পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হয়। এই ব্যবস্থা রায়দিঘি থানার বিভিন্ন জনবহুল মোড়ে করা হবে আগামী কয়েক দিন বলে জানা গেল।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *