অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: রঘুনাথপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় মাহাথার নামে মুদ্রিত দলীয় প্যাড নকল করে সাঁওতালডিহির বিসিডব্লিউ প্রতিষ্ঠানের একটি কোম্পানির কাছে দলের চাঁদা বাবদ অর্থ চাওয়া হয়েছে।
ঘটনাটি জানতে পেরেই রঘুনাথপুর-২ ব্লক তৃণমূলের ব্লক সভাপতি পুলিশের কাছে অভিযোগ করে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ চেলিয়ামার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমার নাম কেউ কালিমালিপ্ত করছে। আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি চাইছি। এই কাজটি বিরোধীদের হবে বলে মনে করছি আমি। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমারে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সব সময় নেত্রীর নির্দেশ পালন করে চলি। আমরা কোনো দিন অন্যায় কাজ করি না আর করব না। প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিতকরণ করে প্রকাশ্যে আনা হোক।”
এ দিন তিনি বলেন, “গোটা বিষয়টি আমার অজানা, কোনো রকম ভাবে আমি এটা করিনি, বা ভবিষ্যতেও করব না।”


অন্য দিকে বিজেপির একাংশের কর্মকর্তাদের দাবি, “তৃণমূল কংগ্রেস তোলাবাজের দল, তাই পুরুলিয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগের দিন তোলা আদায়ের জন্য ওই নেতারা এ রকম তোলা আদায় শুরু করে। সত্যি কখনো চাপা থাকে না। আসল সত্য সকলের সামনে তাই প্রকাশ পেয়েছে। তৃণমূলীরা ভয় পাচ্ছে। তাদের পায়ের মাটির তলা থেকে সরে গেছে। তাই তারা অন্যায় ছাড়া কিছু জানে না।”




Be First to Comment