উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রামগঙ্গা সার্বজনীন রাস উৎসবে শত বছর উত্তীর্ণ বৃদ্ধ-বৃদ্ধাদের সংবর্ধনার মধ্যে দিয়ে উৎসবের সূচনা হল।
মহা ধুমধামের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার রামগঙ্গায় শুক্রবার বেলা রাস মেলার শুভ উদ্বোধন করা হল অভিনবত্বের মধ্য দিয়ে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পাথরপ্রতিমার চতুর্দিকে নদী বেষ্টিত এই দ্বীপ ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, তাঁর মধ্যে রামগঙ্গার সরকারি দফতরের সমস্ত অফিস সহ একাধিক সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর রয়েছে।
সেই গ্রাম পঞ্চায়েত এলাকার রামগঙ্গা সার্বজনীন রাস উৎসব কমিটির ব্যবস্থাপনায় এ দিন ১০০ বছরের উপরে যাঁদের বয়স, সেই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাকে সংবর্ধনা এবং ঘটোত্তোলনের মধ্য দিয়ে রাস মেলার শুভ উদ্বোধন করা হয়। এই সংবর্ধনার সর্বনিম্ন বয়স ১০১ এবং সর্বোচ্চ বয়স ছিল ১০৪। এ দিন ২১ জনকে এইভাবে সংবর্ধনা দেওয়া হয়।
Be First to Comment