Press "Enter" to skip to content

দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট উৎসবের সূচনায় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি

শান্তনু দাস, পুরুলিয়া: বর্তমান যুব সমাজকে খেলার প্রতি আরও আগ্রহী করে তুলতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর-১ ব্লকের গোপীনাথপুরে দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট উৎসবের শুভ সূচনা হল মঙ্গলবার। গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির পরিচালনায় গোপীনাথপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হওয়া যে দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট উৎসব এ বার পঞ্চম বর্ষে পদার্পণ করল।

এ দিন আনুষ্ঠানিক ভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার, হাজারী বাউরি, কিরিটি আচার্য, হিমাংশু মণ্ডল- সহ অন্যরা।

এই দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট উৎসবে এ দিন আকাশে সাদা পায়রা উড়িয়ে খেলার আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, এ দিনের এই ক্রিকেট টুর্নামেন্টে গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আসগর আনসারি, সম্পাদক সাদ্দাম হোসেন আনসারি ও সদস্য মনসুর আনসারি, সহিদ আনসারি, আফতাজ আনসারি, রাহিম ইমরান-সহ অন্যরা।

এই খেলার অন্যতম উদ্যোক্তা তথা গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির সম্পাদক সাদ্দাম হোসেন আনসারি বলেন, ‘এই খেলা এ বার পঞ্চম বর্ষে পদার্পন করল। গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে ও গ্রামবাসীদের সহযোগিতায় এই খেলাকে এবং ক্লাবকে আমরা যাতে আগামী দিনে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি সেই আশা সকলের কাছে রাখব।’

More from খেলাMore posts in খেলা »
More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *