প্রবোধ দাস, পুরুলিয়া: পর পর ছ’বারের প্রাক্তন বিধায়ক ও দু’বারের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর উপরই পুরুলিয়ায় লোকসভা নির্বাচনে ভরসা রেখেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পোড়খাওয়া নেতা প্রায় ৭০ বছর বয়সী শান্তিরাম মাহাতো।
আজ, সোমবার কলকাতা থেকে পুরুলিয়া আসার সময় হুড়া ব্লকের লালপুরে শান্তিরামকে ঘিরে আনন্দে উল্লাসে মাতলেন এলাকার দলীয় নেতা ও কর্মীরা। ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো-সহ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সহদেব মাহাতো ও হুড়া ব্লক এলাকার বিশিষ্ঠ সমাজসেবী বাণীব্রত মণ্ডল ও হুড়া ব্লক এলাকার অন্যান্য নেতা ও কর্মীরা।
শান্তিরাম মাহাতো বলেন, “বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি পাঁচ বছরে মানুষের জন্য কিছু করেননি। করার চেষ্টাও করেননি। আর এখন বড় বড় বুলি বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। পুরুলিয়ার মানুষ সবই বুঝে তাই আমরা জানি মানুষ আমাদেরই পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা মা মাটি মানুষের দল করি। সব সময় মানুষের সেবায় রয়েছি। অতএব মানুষ আমাদের পক্ষেই আছে।”
তিনি আরও বলেন, “দুই শতাংশ বেশি ভোটে জয়যুক্ত হব আমি, এটা আমার দৃঢ় বিশ্বাস।” অন্য দিকে হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, “আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস আর আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি যাঁকে প্রার্থী করেছেন, আমরা তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিদিকে উপহার দেব। এ ছাড়াও শান্তিরামবাবু দীর্ঘদিন ধরে লড়াই করে মানুষের সঙ্গে রয়েছেন, তাই আমরা উপযুক্ত প্রার্থী পেয়েছি পুরুলিয়ার জন্য। আমাদের আশা বিপুল ভোটে জয়যুক্ত হবে আমাদের দল।”
Be First to Comment