প্রবোধ দাস, পুরুলিয়া: আজ, শনিবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো নির্বাচনী প্রচার সারলেন কাশীপুর বিধানসভার শিমলা ধানেরা গ্রাম পঞ্চায়েত মাজরা গ্রামে ও সোনাজুরি গ্রাম পঞ্চায়েতের ভেলাগাড়া গ্রামে। এর পরে তিনি নির্বাচনী সভা করেন কাশীপুর হাটতলা মোড়ে।
এ দিনের প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, প্রাক্তন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথড়িয়া, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জল কুমার,-সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
শান্তিরামবাবু বলেন, “বাংলার ৪২টি আসনের মধ্যে ৪২টি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে আনতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে।। আপনারা মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি নিয়ত মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। আর আমরা তার সৈনিক মাত্র, তাঁর পথ অনুসরণ করে চলেছি। তাই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে এলাকার উন্নয়নকে আরও বাড়িয়ে তুলুন।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন কেন্দ্রে একটি সরকার রয়েছে বিজেপি সরকার, যে সরকার মানুষের উন্নয়নের বাধা ছাড়া আর কোনো কিছু জানে না। এমনকি ১০০ দিনের কাজেরও টাকা আটকে রেখেছে। গরিব মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কিন্তু আমাদের নেত্রী তা হতে দেবে না। ১০০ দিনের টাকা আমাদের দিদি দিয়েছে। তাই ওদের ফাঁদে পা ফেলবেন না। তাই সকলে মিলে বাংলাকে আরো নিজের অধিকার আদায়ের লক্ষ্যে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার অনুরোধ রাখছি।”
অপরদিকে সুজয়বাবু বলেন, “বিজেপি একটা মিথ্যাবাদীর দল। মানুষকে আশ্বাস দিয়ে আশ্বাস রাখেনি শুধু নিজেদের বিকাশ ঘটিয়েছে।” প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথড়িয়া বলেন, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এদেরকে ভোট দিয়ে, এরা শুধু নিজেরটাই বুঝে মানুষের কিছু বুঝে না। তাই এ বার এরা গো হারা হারবে।




Be First to Comment