প্রবোধ দাস, পুরুলিয়া: লোকসভা নির্বাচনের মুখে পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসে বড়সড় শক্তিবৃদ্ধি। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পুরুলিয়া জেলার হুড়া ব্লকের দলদলী গ্রাম পঞ্চায়েতের ৩ জন জয়ী সদস্য-সহ হিজুলী অঞ্চলের বিভিন্ন বুথ থেকে ৬০১টি পরিবার।
বৃহস্পতিবার হিজুলী গ্রামে আনুষ্ঠানিক ভাবে একটি যোগদান সভার মধ্য দিয়ে সমস্ত যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। তৃণমূল কংগ্রেসের হুড়া ব্লকের লোকসভা নির্বাচন কমিটির সদস্য বানীব্রত মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সন্ধ্যরানী টুডু সহ পুরুলিয়া লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান সুজয় ব্যানার্জী, পুরুলিয়া লোকসভা নির্বাচন কমিটির অবজারভার তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো ও তৃণমূল কংগ্রেসের হুড়া ব্লকের লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র মাহাতো-সহ অন্যরা।
এদিন হিজুলী গ্রামপঞ্চায়েতের পালগা বুথের জয়ী সদস্যা পূর্ণিমা মাহাতো -সহ হুজুলি -২ বুথের জয়ী সদস্য রেজাউল করিম আনসারী ও হিজুলী -১ বুথের জয়ী সদস্য কার্তিক চন্দ্র হাঁসদা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এদিন তাদের হাতে চাকলতা বুথের ৮১ টি পরিবার ও হিজুলী- ১ ও ২ বুথ থেকে ৪৫০ টি পরিবার সহ পালগা বুথ থেকে ২০ টি পরিবার ও কাপাশগোড়া বুথ থেকে ৩০ টি পরিবার ও মানপুর বুথ থেকে ২০ টি পরিবার যোগদান করেন তৃণমূল কংগ্রেসে।





Be First to Comment