প্রবোধ দাস, পুরুলিয়া: শুক্রবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর নির্বাচনী প্রচারে কয়েক হাজার কর্মী সমর্থক পায়ে পা মিলিয়ে বিশাল মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন। প্রাক্তন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নির্বাচনী প্রচার পুরুলিয়া জেলার মধ্যে এক নজরকাড়া দৃষ্টান্ত তৈরি করল।
পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের সামনে একটি নির্বাচনী সভার মাধ্যমে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শান্তিরাম মাহাতো সকলকে করজোড়ে বলেন, “এই ভোট আর পাঁচটা ভোটের মতো নয়। এই ভোট অধিকার লড়াইয়ের ভোট। বাংলার মা বোনদের ইজ্জত বাঁচানোর লড়াই। বাংলাকে বাঁচার লড়াই। সংবিধানকে বাঁচানোর লড়াই। ইসকি বিক্রি হওয়ার হাত থেকে বাঁচানোর লড়াই।”
প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, “জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে আপনারা কোন কিছু মান অভিমান সব ভুলে শুধু দিদির কথা মনে মনে রেখে আমাকে জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি সর্বক্ষণ যেভাবে আপনাদের সাথে আছি সেই ভাবেই থাকব।”

অপরদিকে যার নেতৃত্বে এই মহা মিছিল সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। আর আমরা তার সৈনিক মাত্র তাই আমাদের সকলের প্রিয় শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করায় আমাদের লক্ষ্য। আর আপনারা সকলে মিলে করতে পারবেন এই লক্ষ্য পূরণ।”




Be First to Comment