প্রবোধ দাস, পুরুলিয়া: ২২ দিন পরে পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে নিয়ে এল রাজ্য সরকার।
১৯ মে লোকসভা নির্বাচন চলার সময় নির্বাচন কমিশন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেয়। নতুন পুলিশ সুপার পদে নিয়োগ হয়েছিল আশিস মৌর্যকে।
এরপর ভোট শেষ হতে না হতেই ২২ দিনের মাথায় পুরুলিয়া জেলার পুলিশ সুপার হিসেবে পুনরায় নিয়োগ করা হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে বদলি হওয়া আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল নির্বাচন কমিশন। পুরুলিয়ার আগের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকা পালনের অভিযোগ পেয়েছিল নির্বাচন কমিশন। এর আগে তিনি যখন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন সেই সময়েও একই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় সেরকম একটি পদে তাঁকে বদলি করার নির্দেশ দিয়েছিল কমিশন।



Be First to Comment