বুথে বুথে মিছিল ও সভা। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ, রবিবার বুথে বুথে মিছিল ও সভা করল তৃণমূল।
এ বারের বাজেটে জনসাধারণের প্রতি প্রাধান্য দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পুঞ্চা ব্লকের বাগদা, ছিরুডি ও দামোদরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথকর্মীদের নিয়ে পুরুলিয়া জেলার সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন বুথে বুথে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে পরে সভা করা হয়।

সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্য়ায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভাণ্ডারের ৫০০ টাকাকে দ্বিগুণ ১০০০ টাকা (সাধারণের জন্য) , এবং ১০০০ টাকাকে ১২০০ টাকা-সহ জনমুখী নানান প্রকল্পের টাকা বরাদ্দ করার জন্য সারা রাজ্য জুড়ে আমরা সকলে ধন্যবাদ জানাচ্ছি, জনকল্যাণমুখী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।”
তিনি আরও বলেন, “জন্ম থেকে মৃত্যু প্রতিক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে এবং পাশে আছেন এবং থাকবেন। তাই আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই তাঁর আন্দোলনকে। এবং আমরা তাঁর পথের পথিক হয়ে সহযোগিতার হাত বাড়াতে বদ্ধপরিকর।”




Be First to Comment