প্রবোধ দাস, পুরুলিয়া: আরজি কর হাসপাতালে চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ এ বার পৌঁছে গেল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের দুর্গাপুজোতেও। জেলার ঝালদা-২ নম্বর ব্লকের টাটুয়াড়া মা শ্মশান কালী মন্দির সমিতির পুজো কমিটি এবছর রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে। এই প্রতিবাদ আরজি কর কাণ্ডের বিচারের দাবি ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সংগঠিত করা হয়েছে।
টাটুয়াড়া মা শ্মশান কালী মন্দিরের এই পুজো এবছর নবম বর্ষে পা দিয়েছে। গত দুই বছর ধরে রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে এই পুজো কমিটি। তবে এ বছর আরজি কর হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় শোকাহত পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, তারা রাজ্য সরকারের পুজোর অনুদান নেবে না।
গত শুক্রবার এই সিদ্ধান্তের কথা পুরুলিয়ার জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে পুজো কমিটি। একইসঙ্গে, জেলা পুলিশ সুপারকেও এই সিদ্ধান্তের লিখিত কপি দেওয়া হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আরজি কর হাসপাতালের চিকিৎসকের পরিবারের পাশে আছে এবং এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানাচ্ছে।

পুজো কমিটির সদস্যরা জানান, সরকারি অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত তাঁরা সমবেতভাবে নিয়েছেন। এমনকি পুজোর অনুদানের চেক সঠিকভাবে ফেরত হয়েছে কিনা তা নিশ্চিত করতে প্রয়োজনে তাঁরা তথ্যের অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে তথ্য জানতে চাওয়ার পরিকল্পনাও করেছেন।
এই পদক্ষেপ পুরুলিয়ার প্রান্তিক গ্রামে দুর্গাপুজোর ভিন্ন মাত্রা এনে দিয়েছে এবং আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবি আরও জোরালো করে তুলেছে।




Be First to Comment