প্রবোধ দাস, পুরুলিয়া: সবজি বিক্রির চাহিদা বাড়াতে, পুরুলিয়া শহরের বড়হাটে রং করা সবজি বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নামল পুরুলিয়া পুরসভা।
আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পুরপ্রধান নবেন্দু মহালি-সহ পুরসভার আধিকারিক ও কাউন্সিলররা এই অভিযান শুরু করেন। প্রসঙ্গত, বুধবার পুরুলিয়া শহরের বড়হাটে সবজির মধ্যে রং মেলাতে গিয়ে ধরা পড়েন এক মহিলা। বিষয়টি নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায়। তারপর আজ সকালে অভিযান শুরু করে পুরুলিয়া পুরসভা।
শহরের বড়হাটে বিভিন্ন আড়ত-সহ সবজি বিক্রেতাদের মাইকিং করে জানিয়ে দেওয়া হয় কোনো ভাবে যদি সবজির মধ্যে রং মেলাতে দেখা যায় তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন পুরপ্রধান-সহ কাউন্সিলররা গোটা হাট ঘুরে দেখেন, কথা বলেন সবজি বিক্রেতা থেকে শুরু করে ক্রেতাদের সঙ্গে। পরে পুরপ্রধান নবেন্দু মহালি বলেন, “গতকাল আমরা একটি খবর সংবাদ মাধ্যমে দেখতে পায় সবজিতে রং মেলানোর। তারপরেই মার্কেট কমিটির সদস্যদের নিয়ে ও কাউন্সিলরদের নিয়ে আজ আমরা গোটা হাট পরিদর্শন করলাম। আমরা সকলের কাছে আবেদন করেছি কোনো রকম রং বা কীটনাশক জাতীয় কিছু না মেশানো হয় সবজিতে। এরপরও যদি কেউ কিছু করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”




Be First to Comment