প্রবোধ দাস, পুরুলিয়া: এনসিসি (NCC)- র ধাঁচে এবার পুলিশ ক্যাডেট ক্রপস’ গঠন করতে চলছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ দিবসে ঘোষণা পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।
পয়লা সেপ্টেম্বর, পুলিশ দিবসের বিশেষ দিনে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হল ‘পুলিশ ক্যাডেট ক্রপস’। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই নতুন কার্যক্রমের উদ্বোধন করেন, যার মূল লক্ষ্য স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের পুলিশের কাজ এবং শৃঙ্খলা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া।
এই উদ্যোগটি মূলত ভারতীয় সেনাবাহিনীর ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এর অনুকরণে গড়ে তোলা হবে , যেখানে ছাত্র-ছাত্রীরা সেনাবাহিনীর শৃঙ্খলা ও কৌশলগত শিক্ষা লাভ করে। ‘পুলিশ ক্যাডেট ক্রপস’ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পুলিশের দৈনন্দিন কাজকর্ম, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং আইনশৃঙ্খলা বজায় রাখার পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

জেলা পুলিশের পক্ষ থেকে এই ক্যাডেটদের ট্রাফিক আইন সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে তারা বাইক আরোহীদের সচেতন করার এবং ট্রাফিক কন্ট্রোল করার পদ্ধতি সম্পর্কে শিখবে। অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন জনবহুল এলাকা এবং মোড়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজও করা হয়েছে।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান সময়ে পুলিশের ভূমিকা নিয়ে সমাজে প্রশ্ন উঠলেও, এরূপ উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে পুলিশের গুরুত্ব এবং দায়িত্ব সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, “সমাজে পুলিশের গুরুত্ব কতখানি, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এরূপ পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।”
পুরুলিয়া জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্কুল পড়ুয়া সহ তাঁদের অভিভাক রা । ‘পুলিশ ক্যাডেট ক্রপস’ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সমাজে পুলিশের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন হবে এবং পুলিশি শৃঙ্খলা সম্পর্কে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবে, এমনটাই মনে করছেন জেলার মানুষ।
আরও পড়ুন: পুলিশ যখন চক্ষুশূল, অশনি সংকেত শাসকের




Be First to Comment