Press "Enter" to skip to content

বিজেপির পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

সংবাদদাতা, পুরুলিয়া: “রাজ্যের মা বোনদের উপর তৃণমূলের গুন্ডারা দিনের পর দিন অত্যাচার করেছে, বাড়ির মা-বোনদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে লাগাতার। এইসব অপরাধীদের রাজ্যের পুলিশ মন্ত্রী দেখতে পাননি, এদের ধরার ক্ষমতা নেই পুলিশের। পশ্চিমবঙ্গে নিয়ম-শৃঙ্খলা বলে কিছুই নেই।” এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দল বিজেপির। আজ, বৃহস্পতিবার এই সব অভিযোগকে সামনে রেখেই বিজেপির পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।

ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপারের দফতর কার্যত দুর্গে পরিণত করা হয়। এরমধ্যেই বাঁশের ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মীরা এগনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি।

এর মধ্যেই প্রথম নিরাপত্তা বলয় ভেঙে ফেলেন বিজেপির কর্মীরা। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের বাধা পেয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নেতৃত্ব অবস্থানে বসে পড়লেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশের প্রতিরোধে পুরুলিয়ায় তাঁদের তিন কার্যকর্তা আহত বলে দাব্ করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

আরও পড়ুন: রাজ্য সভাপতিকে পুলিশি হেনস্থার প্রতিবাদে বিজেপির আন্দোলন ঘিরে ধুন্ধুমার আসানসোলে, ভাঙল ব্যারিকেড

সাংসদ আরও বলেন, “এখানকার এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এরা তৃণমূলের দালালি করছে। তাই আমরা সারা রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শনে নেমেছি। আমরা আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *