Press "Enter" to skip to content

পায়ে হেঁটেই নির্বাচনী প্রচারে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো

প্রবোধ দাস: পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে এ বার ঝড় তুলছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।

কাশীপুর বিধানসভা এলাকার কাশীপুর ব্লকের হদলদা-উপররা অঞ্চলের হদলদা গ্রাম-সহ সোনাথলি অঞ্চলের সোনাথলি গ্রাম ও রাঙ্গামাটি-রঞ্জনডি অঞ্চলের ধুলিয়াবড় ও ধাতলা মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারেন মঙ্গলবার। নির্বাচনী প্রচারের মাঝেই তিনি হদলদা গ্রামের দুর্গা মন্দির ও সোনাথলির ঐতিহ্যবাহী ক্রোশজুড়ির শিব মন্দিরে পুজো দেন।

কাশীপুর বিধানসভা এলাকার এদিনের এই নির্বাচনী প্রচারে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা-সহ বিজেপির রাজ্য কমিটির সদস্যা গৌরী সিং সর্দার, পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি রাজেশ চিন্না-সহ বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদায়ী সাংসদ বলেন, “এ বার তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ তৃণমূলের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, আজ ঝাড়গ্রামের বিজেপির প্রার্থী উপর তৃণমূল কংগ্রেস নির্মম ভাবে অত্যাচার করেছে , হামলা চালিয়েছে। এর জবাব বাংলার মানুষ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আদিবাসীদের উপর এভাবে অত্যাচার মেনে নেয়া যায় না।”

জ্যোতির্ময় সিং মাহাতো আরও বলেন, “তারা জানে তাদের পায়ের তলার মাটি আর নেই তাই তারা অশান্তি সৃষ্টি করছে। এবার লোকসভা নির্বাচনে কি হবে তা তো সকলেই জানে। “

অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো বলেছেন, এ বার বিজেপি বলে কিছু থাকবে না। তৃণমূল জয়ী হচ্ছে, এটা ২০০ শতাংশ নিশ্চিত।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *