প্রবোধ দাস:
পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে আজ, রবিবার একটি বেসরকারি কমিউনিটি হলে বাউরী সমাজের একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সম্রাট বাউরী , সম্পাদক অঙ্কুর বাউরী, বিকাশ বাউরী-সহ অন্যান্য নেতৃত্ব।
তৃণমূলে সংখ্যাগরিষ্ঠ সম্রাট বাউহুকুমা বিরোধিতা প্রশ্ন উত্তর। মহকুমা ব্যর্থতার অভিযোগগুলি অসাধারন বাউরী ও রঘুনাথপুর-১ ব্লকের দায়িত্বে বিভক্ত যাদব বাউরী, ঘূর্ণিঝড় হুমকির অভিযোগ, ভুট্টুরিয়া ব্লকের নিরঙ্কুশ অভিযোগ বাউরী ও পাড়া ব্লকের ব্লকের গ্রুপন গৌরাঙ্গ বাউরী।

সম্রাটবাবু কমিটি ঘোষণা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা বাউরী গর্বিত আমরা বাউরী”। তিনি বলেন, পুরুলিয়া জেলার শিল্প তালুক বলতে রঘুনাথপুরকে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন রঘুনাথপুরে শিল্প তালুক গড়ে উঠলে স্থানীয় ছেলেমেয়ে কাজ পাবে কিন্তু বাস্তবে তা হচ্ছে না। স্থানীয়দের বঞ্চিত করে বাইরে থেকে কলকারখানাগুলিতে শ্রমিক নিয়োগ করছেন কারখানা কর্তৃপক্ষ।
সম্রাটবাবু হুঙ্কার দিয়ে বলেন, কলকারখানাগুলোতে আমাদের স্থানীয়দের নিয়োগ করতে হবে ও বাউরী জনগোষ্ঠী মানুষদের অগ্ৰাধিকার দিতে হবে। আমাদের মূলত দাবি বাউরী জনগোষ্ঠী মানুষদের সার্বিক উন্নয়নের জন্য পর্ষদ গঠন করতে হবে। বাউরী জনগোষ্ঠী মানুষদের এসসি- এ ক্যাটাগরি করতে হবে। জাতি শংসা পত্র দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে। দুঃস্থ পরিবারগুলিকে অন্তদয় যোজনায় অন্তর্ভুক্ত করতে হবে। বিধবা ও বার্ধক্য প্রাপকদের ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।ও যাদের PMAY গৃহ তালিকায় নাম নেই তাদের নতুন তালিকায় নাম নথিভুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, “যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন থেকে শুরু করে আমরা আমরন অনশন করব।”




Be First to Comment