আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জাগ্রত মন্দিরের মধ্যে মা কল্যানেশ্বরী মন্দিরের পাশাপাশি মা ঘাঘড়বুড়ী মন্দিরের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
সারা বাংলার মানুষের পাশাপাশি ভিন রাজ্যের জনগণের কাছে শিল্পাঞ্চলের এই দুটি মন্দিরে পুজো দিতে সারা বছর ভিড় করে থাকে। বাংলা নববর্ষের পাশাপাশি ইংরেজি নিউ ইয়ারের প্রথম দিন সারা বছর পরিবারের সকলের সুস্থ কামনায় মা ঘাঘড়বুড়ী মন্দিরে পুজো দিতে ভোরবেলা থেকে ভিড় জমান।

মন্দির পরিচালন কমিটির সদস্যরা মন্দিরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুরক্ষা কর্মী নিয়োগ করে থাকেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসন পর্যাপ্ত পুলিশ নিয়োগ করেছে। মন্দিরের পুরোহিত জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে পুজো চলেছে এবং ভক্তরা যতক্ষণ আসবেন ততক্ষণ পূজা চলবে।





Be First to Comment