গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন সরকারি আধিকারিকরা। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েত বা জিপি-র মুর্গাথল প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সমস্যা সমাধানে জনসংযোগ শিবির এবং ১০০ দিনের কাজ বা এমজিএনআরইজিএস অ্যাকাউন্ট যাচাইকরণ শিবিরের আয়োজন (রাজ্য সরকার কর্তৃক অর্থপ্রদানের জন্য) করা হয়েছিল।
এই গুরুত্বপূর্ণ শিবির পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। তাঁর সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক (ডেভেলপমেন্ট) সঞ্জয় পাল ও আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।
সরকারি আধিকারিকরা শিবির পরিদর্শন করার পাশাপাশি গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের রাস্তা দেখান। এ ছাড়াও উপভোক্তা (বেনিফিসিয়ারি) ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন।
Be First to Comment