প্রবোধ দাস, পুরুলিয়া: রোগীদের স্বাস্থ্যসেবায় আরও ভালোভাবে পরিষেবা প্রদান করতে এবার এগিয়ে এলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে বিধায়ক বিবেকানন্দ বাউরি বিশেষ সুযোগ-সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ইন্ডিয়ান ইউথ ফোর্স নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় যে অ্যাম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় হাসপাতালে প্রদান করলেন তিনি।
সোমবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে যে অ্যাম্বুলেন্সটির সূচনা করেন বিধায়ক বিবেকানন্দ বাউরী। যেখানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ১ নং ব্লকের BMOH ডা: কিংশুক কর্মকার ও ইন্ডিয়ান ইউথ ফোর্স স্বেচ্ছাসেবী সংস্থার ফাউন্ডার ও চেয়ারম্যান সম্রাট সিং সহ অন্যান্যরা।
বিধায়ক বিবেকানন্দ বাউরী এদিন বলেন, “বিধায়ক হওয়ার পর থেকেই রোগীদের স্বাস্থ্যসেবায় হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করার জন্য একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরেও রাজ্য সরকারের চাপে তারা নিতে চায়নি।এতদিন ধরে একের পর এক অজুহাতেই দেখিয়ে গেছেন। অবশেষে ইন্ডিয়ান ইউথ ফোর্স স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে হাসপাতালে অ্যাম্বুলেন্সটি প্রদান করলাম”।

অন্যদিকে ইন্ডিয়ান ইউথ ফোর্স স্বেচ্ছাসেবী সংস্থার ফাউন্ডার ও চেয়ারম্যান সম্রাট সিং বলেন, “অসংখ্য ধন্যবাদ জানাই বিধায়ক বিবেকানন্দ বাউরী মহাশয়কে। যিনি আমার হাতে একটা এত বড় দায়িত্ব তুলে দিলেন। ইন্ডিয়ান ইউথ ফোর্স প্রতিনিয়ত গরিব মানুষদের স্বার্থে কাজ করে চলেছে এবং আগামীদিনেও করে যাবে”।




Be First to Comment