বারাবনি : আসানসোলের বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের গামছাগাদা এলাকার এক আদিবাসী মহিলাকে বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বারাবনি থানার এসআই সোমেন ঘোষের বিরুদ্ধে।
এর প্রতিবাদে মঙ্গলবার সকালে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে সরব হন। তারা বারাবনি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। একে কেন্দ্র করে বারাবনি থানা এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন সকালে হাটতলায় একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা একটি সভা করেন। তারপর হাটতলা থেকে একটি মিছিল বার করা হয়। সেই মিছিল বারাবনি থানায় এলে, সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ।

পরে থানায় অবিলম্বে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তার আগে আদিবাসীরা বেশ কয়েক ঘণ্টা দোমহানি জামুরিয়া রোড বন্ধ করে দেয়।
এই খবর পেয়ে বারাবনি থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত ছুটে আসেন। হিরাপুর বারাবনি পুলিশের সার্কেল ইন্সপেক্টরও আসেন বারাবনি থানায়।
গোটা ঘটনা নিয়ে বাইসি মাঝি নামে এক মহিলা বলেন, সোমেন ঘোষ নামে বারাবনি থানার পুলিশ অফিসার আদিবাসী মহিলাকে বাড়িছাড়া করার হুমকি দিয়েছেন।
তিনি এও বলেছেন, “যদি এই কাজ করতে না পারেন, তাহলে পুলিশের উর্দি পড়বেন না। আমরা চাই ওই অফিসারের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নিতে হবে। তা, না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। “
গোটা অভিযোগ তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে পুলিশ আধিকারিকরা পরিস্থিতি সামাল দেন।



Be First to Comment