অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুড়িয়া: সঠিকভাবে জল সরবরাহ হচ্ছে না । তাই সঠিকভাবে জল সরবরাহের দাবিতে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে জামুড়িয়া বিধানসভার অন্তর্গত ধাসনা গ্রামে। জানা গেছে, এলাকায় দু বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে কিন্তু এই সমস্যার কোনও সমাধান আজও হয় নি ।
ধাসনা গ্রামের বাসিন্দা চন্দন বাউরী জানান, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফুলন রুইদাস, যিনি ধাসনা গ্রামেরই রুইদাস পড়ার বাসিন্দা, তারই কথামতো এলাকায় জল সরবরাহ করা হয় ।

তাই তার কথামতোই বাউরী পাড়ায় এবং বাদ্যকর পাড়ায় জল সরবরাহ করা হচ্ছে না । তিনি জানান, জলের যে ট্যাঙ্কার আছে সেই ট্যাংকার গুলি বাউরী পাড়া, বাদ্যকর পাড়ায় জল না দিয়ে রুইদাস পাড়ায় শুধু জল দেয়।
আর সেই মতো গ্রামের বাউরী পাড়া এবং বাদ্যকর পাড়ার বাসিন্দারা জল না পাওয়াই বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা মঙ্গল বাউরী জানান, ২ – ৩ টাংকি জল প্রত্যেক দিন আসে কিন্তু সেই জল বাউরী পাড়া, বাদ্যকর পাড়ায় সরবরাহ না করে সোজা চলে যায় বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফুলন রুইদাসের পাড়াতে।
তিনি জানান, এই সমস্যা তাদের ২ – ৩ বছরের। তিনি বলেন, জলের কল আছে কিন্তু জল নেই ।
তাদেরকে পানীয় জল আনতে যেতে হয় এক থেকে দেড় কিলোমিটার দূরে।
মঙ্গল বাউরী আরও বলেন, তাদের দাবি এলাকায় পানীয় জল সরবরাহ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের এলাকায় জলের সমস্যা মিটবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবেন । তারপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হবেন ।
এই ব্যাপারে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফুলন রুইদাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই রকম কোনও সমস্যা ধাসনা গ্রামে কখনো হয়নি।



Be First to Comment