রানিগঞ্জ : বুধবার সকাল থেকে চিনাকুড়ী কোলিয়ারীর এজেন্ট অফিসের সামনে চিনাকুড়ীর গ্রাম কমিটির সদস্যরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখান।
গ্রাম কমিটির জগাই মাহাতো জানান, কোলিয়ারীতে স্থানীয় যুবকদের চাকরির দাবিতে বিগত একবছর ধরে বিক্ষোভ প্রদর্শন করছে। গ্রাম কমিটির দাবি মানা না হলে তারা গত ২১ শে জানুয়ারী থেকে কোলিয়ারী বন্ধ করতে একত্রিত হন, তখন খনি কর্তৃপক্ষ বলেছিলেন আপনারা কাজ চালু রাখুন ২৭ জানুয়ারী তাদের সাথে বৈঠক করবেন।
কিন্তু ২৭ তারিখ পার হয়ে গেলেও কোন বৈঠক হয়নি,
তাই ১ নং ২ নং এবং ৩ নং কোলিয়ারীর কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চলবে, সেটা জানিয়ে দেন।





Be First to Comment