Press "Enter" to skip to content

প্রিয় প্রধান শিক্ষকের বদলি রুখে দিতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

শিক্ষকের বদলি আটকাতে পথ অবরোধ। নিজস্ব ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুরিয়া : দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করা প্রধান শিক্ষকের হঠাৎ বদলির নির্দেশ আসায়, হতাশায় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অবিভাবকরা | সেই প্রধান শিক্ষকের বদলি রুখে দিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুল পড়ুয়া অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই স্কুলে দীর্ঘ প্রায় ১৪বছর ধরে পড়ুয়াদের সুন্দর ভাবে পঠন-পাঠন করিয়ে সুশিক্ষিত করে তুলেছিলেন এই প্রধান শিক্ষক | তিনি স্কুলে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে |

এ ছাড়াও স্কুলের ছাত্রদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্কুল থেকে পঠন-পাঠন করে অন্যত্র নামী স্কুলে পড়ার সুযোগ পেয়েছেন এখানকার বহু ছাত্র। সেই সকল বিষয় লক্ষ্য করেই সকলের প্রিয় হয়ে ওঠেন দীর্ঘ ১৪ বছরের শিক্ষকতা করা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব রায়-কে এই স্কুল থেকে যেতে দেওয়া যাবে না, বদলি করে তাঁকে অন্য স্কুলে প্রধান শিক্ষক করা যাবে না বলে দাবি তুলে পথ অবরোধের সামিল হন সকলে।

ওই ভারপ্রাপ্ত শিক্ষক এ সকল বিষয় লক্ষ্য করে ক্রমশই ভাবুক হয়ে ওঠেন। তিনি বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র স্কুল ইন্সপেক্টর বা সেই পর্যায়ের কোনও অফিসার নিতে পারবে বলেই জানান।

বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে জামুরিয়া অঞ্চলের মিঠাপুর এলাকায়। মিঠাপুরে অবস্থিত ফ্রী প্রাইমারি স্কুলে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন রাজিব রায় | ইদানিং ওই স্কুলে ওই শিক্ষককে অন্যত্র কোনও স্কুলে প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব রায়কে অন্যত্র বদলির নির্দেশ আসার পরই পড়ুয়াদের এবং অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় । বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী।

পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি
স্বাভাবিক হয় ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *