প্রবোধ দাস, পুরুলিয়া: হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মূল গেট বন্ধ করে ধরনায় বসলেন পড়ুয়া চিকিৎসকরা। আজ, মঙ্গলবার চলা এই ধরনার জেরে বন্ধ রইল চিকিৎসা পরিষেবা। চরম ভাবে বিপাকে পড়তে হল চিকিৎসা করতে আসা রোগী ও তার পরিজনদের।
উল্লেখ্য, আরজিকর হাসপাতালের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল থেকেই পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে পড়ুয়া চিকিৎসকদের কর্মবিরতি।পড়ুয়া চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
গতকালের পর আজ মঙ্গলবার এই কর্মবিরতিতে জুনিয়ারদের পাশাপাশি শামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। মূলত আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের দাবি, পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুটি ক্যাম্পাস রয়েছে। এর ফলে নিরাপত্তার ক্ষেত্রে নানান সমস্যা পড়তে হয় মহিলা চিকিৎসকদের। অবিলম্বে হাতোয়াড়া মূল ক্যাম্পাসে সমস্ত পরিষেবা শিফট করার দাবি তুলেছেন আন্দোলনরত পড়ুয়ারা।

একই সঙ্গে হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা ও পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থার দাবিও করা হয়েছে। যদিও পড়ুয়াদের এই দাবি মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী নভেম্বর মাসের মধ্যে শিফটিং সম্পন্ন হবে বলে আশ্বাস দেন হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পর এদিন ধরনা তুলে নিলেও আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে তাঁদের কর্মবিরতি জারি থাকবে বলে জানান পড়ুয়া চিকিৎসকরা।




Be First to Comment