আসানসোল : বেসরকারিকরণ বিরোধী গণমঞ্চের আহ্বানে মঙ্গলবার আসানসোলের ইসিএলের সোদপুর এরিয়া অফিসে বিক্ষোভ সভা হল।
মঞ্চের পক্ষ থেকে সোদপুর এরিয়ার চারটি কয়লাখনির বেসরকারিকরণের চুক্তি বাতিল করে চিনাকুড়ি ৩, দুবেশ্বরী সহ চারটি কোলিয়ারিতে উৎপাদন ইসিএলকে করার দাবি জানানো হয়।
একই সঙ্গে কয়লা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে যৌথ আন্দোলনের আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন মঞ্চের তরফে মানিক সমাদ্দার, কীর্তন কোটাল, সুদীপ্তা পাল, গৌতম মন্ডল, ইস্কো মজদুর ইউনিয়নের সৌমেন্দু গাঙ্গুলি, গ্রাম কমিটির পক্ষে জগাই মাহাতো।

মঞ্চের তরফে হওয়া এই সভা পরিচালনা করেন কল্যাণ মৌলিক। সভা শেষে ইসিএল কর্তৃপক্ষকে মঞ্চের তরফে দাবি সহ একটি স্মারকলিপি দেওয়া হয়।




Be First to Comment