উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভার নির্বাচন। আর তার আগে নিচুতলায় গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি।
কয়েকদিন আগে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু মন্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে।আর তার পরেই একাধিক জেলায় সেই মন্ডল সভাপতিদের পরিবর্তন নিয়ে বিজেপি কর্মীদের গন্ডগোল শুরু হয়েছে।এবার সেই চিত্র উঠে এল বারুইপুরে।
বুধবার দুপুরে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের অপসারণ চেয়ে পথে নামল বহু বিজেপি কর্মী সমর্থক।সম্প্রতি বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার জয়নগর, কুলতলি, মগরাহাট পূর্ব, ক্যানিং পূর্ব,ক্যানিং পশ্চিম,গোসাবা ও বাসন্তী বিধানসভা এলাকার ২৯ জন মন্ডল সভাপতির মধ্য ১৫ জন মন্ডল সভাপতিকে সরিয়ে নতুন মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয় জেলার পক্ষ থেকে। আর তাঁর পরেই অযোগ্য জেলা সভাপতির অপসারণ চেয়ে বুধবার জয়নগর সাংগঠনিক জেলার বারুইপুর কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়ে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রতিবাদ দেখাতে থাকে বহু বিজেপি কর্মী সমর্থক।

বিক্ষোভকারীদের দাবি, জেলা সভাপতি তৃণমূল ঘনিষ্ঠ।তাঁর আমলে দলের এই পরাজয়।তাঁর উপর ইচ্ছাকৃত ভাবে মন্ডল সভাপতি পরিবর্তন করা হলো জেলা সভাপতির কথায়।তাই আমরা চাই অযোগ্য জেলা সভাপতি উৎপল নস্করের অপসারণ।
এ ব্যাপারে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, শাসক দলের মদতে কিছু কর্মী সমর্থক এই কাজটা করেছে।এই মন্ডল সভাপতি নির্বাচন আমার হাতে নেই।রাজ্য নেতৃত্ব থেকে এই বাছাই পর্ব করা হয়।সংগঠনের কাজের নীরিখে এই বদল।এরা রাস্তায় নেমে দলের বদনাম করছে।তবে এ ব্যাপারে তৃনমুলের জেলা নেতৃত্ব বিজেপির গোষ্ঠী কোন্দলে এটা হয়েছে বলে জানালেন।এর সাথে তাঁরা কোনোভাবেই জড়িত নয় বলেও তাঁরা জানালেন।




Be First to Comment