প্রবোধ দাস, পুরুলিয়া: আজ, শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ভারত জাকাত মাঝি পরগনা, ও জুয়ান মহলের পক্ষ থেকে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু করে রঘুনাথপুর শহর পরিক্রমা করে রঘুনাথপুর পুরসভার কমিউনিটি হলে সমাপ্ত করে। তারপর একটি সভার আয়োজন করা হয়।
জুয়ান মহল জেলা সভাপতি রাজেন টুডু বলেন, “আমাদের দাবিগুলি হল, মারাংবুরু পাহাড়, বহু জাহের স্থান, সমষ্টিগত বনাঞ্চল, কৃষিভূমি, নদী, বাস্তুতন্ত্র, হাতির আবাস ধ্বংসকারী ঠুড়গা, বান্দো, পাম্পড স্টোরেজ প্রকল্প বাতিল করতে হবে।বীরভূমের দেওচা পাচামিতে খোলামুখ কয়লা খনি প্রকল্প বাতিল করতে হবে। প্রস্তাবিত বন সংরক্ষণ আইন ২০২২ বাতিল করতে হবে। SC/ST IDENTIFICATION সংশোধনী প্রত্যাহার করতে হবে। অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। সাঁওতালি মাধ্যমের স্কুল গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ ও ভলান্টিয়ার শিক্ষক দের পার্শ্ব শিক্ষক হিসেবে অবিলম্বে নিয়োগ করতে হবে। ভুয়ো তফসিলি আদিবাসী সংশাপত্র দেওয়া বন্ধ ও দেওয়া ভুয়ো সার্টিফিকেটগুলি অবিলম্বে বাতিল করতে হবে।বনাধিকার আইন ২০০৬ কঠোর ভাবে লাও করতে হবে, গ্রাম সংসদের মাধ্যমে অন্যায় ভাবে এ ফআর সি কমিটি গঠন বন্ধ করতে হবে। প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধমের কলেজ স্থাপন করতে হবে।বন্ধ হওয়া আদিবাসী হোস্টেল গুলো অবিলম্বে খুলতে হবে।সাঁওতালি মাধমের স্কুল গুলিতে বিষয় ভিত্তিক পাঠা পুস্তক ছাত্র-ছাত্রীদের সময় মতো দিতে হবে”।
এছাড়াও তিনি বলেন, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদিবাসীদের উন্নয়নের জন্য কিছু করেনি, বন অধিকারে স্বাধীনতা থেকে বঞ্চিত করছে আদিবাসীদের।





Be First to Comment