আসানসোল : দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল আসানসোলের জিটি রোডের মেন বাজার থেকে পাইকারি বাজার বা হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। অবশেষে তা হতে চলেছে।
আসানসোল মেন বাজার থেকে সরছে সবধরনের হোলসেল মার্কেট। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগম যৌথ ভাবে সেই মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছে।
বুধবার আসানসোলে জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হল-এ পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সভাপতিত্বে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।
পরে এই সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে ওয়াসিমুল হক ও গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, আগামী ১৮ মার্চ আসানসোলের সার্কিট হাউসে ফলের পাইকারি বাজার ও হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করার জন্য লটারি হবে। ১৮ মার্চ প্রথম পর্যায়ে ৩০ জনের জন্য এই লটারি হবে। তারপর ২০ এপ্রিলের মধ্যে তাদেরকে কালিপাহাড়িতে স্থানান্তরিত করা হবে।
এই বিষয়ে গুরুদাস চট্টোপাধ্যায় আরো বলেন, এর পরে সবজি বাজার এবং মাছের বাজারও আসানসোল বাজার এলাকা থেকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। তিনি স্পষ্টভাবে বলেন, আসানসোল বাজারে কোনও পাইকারি বাজার থাকতে দেওয়া হবে না। সবগুলিকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। এটাই জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগমের সিদ্ধান্ত।
প্রসঙ্গত, আসানসোল বাজারে এই হোলসেল মার্কেট থাকার জন্য সাধারণ মানুষদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বিশেষ করে রাত থেকে সকাল নটা পর্যন্ত। জিটি রোডে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজট হয়। ছোট গাড়ি যাতায়াত করতে পারে না।




Be First to Comment