হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: অ্যাপেনডিক্স অপারেশন হওয়ার পরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ অভিযোগে উঠল আসানসোল শহরের এসবি গরাই রোডের হিলভিউ এলাকার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। মৃত রোগীর পরিবারের সদস্যরা ওই বেসরকারি হাসপাতালে তাণ্ডব চালায়। ব্যাপক ভাঙচুর চলে বলে অভিযোগ ওই হাসপাতালের। চিকিৎসকের গাড়ি থেকে, হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসার সরঞ্জামের পাশাপাশি ফুলের টব পর্যন্ত তছনছ করা হয়েছে। রবিবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। নামানো হয় র্যাফ । আসানসোল উত্তর থানার রেলপারের চাঁদমারি রেল কোয়ার্টারের বাসিন্দা মৃত রোগীর নাম মনোজ কুমার রায় ( ৪৯)। রাতেই মৃত রোগীর পরিবারের তরফে গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ একটি মামলা করে।
সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে রোগীর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে হাসপাতালের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। জানা গেছে, হাসপাতালের তরফেও আসানসোল দক্ষিণ থানায় আলাদা করে গোটা ঘটনার কথা জানানো হয়েছে।
মৃত মনোজ কুমার রায় পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলের টিকিট পরীক্ষক বা টিসি পদে কর্মরত ছিলেন।
পরিবারের তরফে জানানো হয়েছে, মনোজ কুমার রায়কে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য ডা. এসএন ঝাঁয়ের অধীনে আসানসোলের এসবি গরাই রোডের হিলভিউ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার রাতে অপারেশন করার পরে তার মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ পরে রোগীর পরিবারের সদস্যদের তা জানানো হয়। সেই কথা শুনে রোগীর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে।এরপর উত্তেজিত জনতা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। সেখানে থাকা গাড়িতেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক রাত পর্যন্ত হাসপাতালে পুলিশ মোতায়েন ছিল।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে মৃত রোগীর পরিবারের তরফে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।
Be First to Comment