অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, মঙ্গলবার দেশের কয়েকটি স্টেশনের সঙ্গে দুর্গাপুরেও ‘One station One Product’ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন।
দুর্গাপুর স্টেশনে আজ উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। সব রেল স্টেশনের পাশাপাশি দুর্গাপুর স্টেশনেও ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এর উদ্বোধনী অনুষ্ঠান হল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল এ এই প্রকল্পের উদ্বোধন করেন।
দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্ম এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, ছিলেন জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্তর পাশাপাশি আসানসোল রেল ডিভিশনের রেলের পদস্থ আধিকারিকরা।
Be First to Comment