কুলটি : আলু, পেঁয়াজ সহ কাঁচা শাক সবজির দাম এখনো উর্ধ্বমুখী। তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্সের সদস্যরা আসানসোলের কুলটির বরাকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন।
বরাকর ও নিয়ামতপুর হোলসেল মার্কেটে আলু ও পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্যরা। এইসব বাজারে আলু, পেঁয়াজ, সহ কাঁচা সবজির দাম খতিয়ে দেখেন তাঁরা ।
এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্সের তরফে এগ্রি মার্কেটিংয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর দিলীপ মন্ডল বলেন, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবলমের নির্দেশে এদিন জেলা টাস্ক ফোর্সের সদস্যরা প্রথমে বরাকর বাজার পরিদর্শন করেন। এর পাশাপাশি নিয়ামতপুর বাজারে পরিদর্শন করা হয়। তার দাবি, বরাকর ও নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আলুর দাম উঠানামা করছে না। তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানাম করছে। এর অন্যতম কারণ হল বাইরের রাজ্য থেকে কাঁচা পেঁয়াজ আসছে। সেই কারণে দাম একটু বেশি। বাকি সব সবজির দাম ঠিক আছে। শীতের সবজি বাজারে এলে দাম আরো কমবে।
Be First to Comment