আসানসোল : জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসকে বৃহস্পতিবার মহাপ্রয়াণ দিবস হিসেবে পালন করা হল। এই উপলক্ষ্যে এদিন সকালে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ- এর কনফারেন্স হল- এ এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রার্থনা সভার আগে মহাত্মা গান্ধীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, অতিরিক্ত জেলাশাসক ( ডেভেলপমেন্ট) সঞ্জয় পাল, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান সহ অন্যরা। এদিনের প্রার্থনা সভায় সব ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Be First to Comment