Press "Enter" to skip to content

জয়ের ব্যবধান লক্ষাধিক বাড়িয়ে হ্যাটট্রিক করলেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সারা রাজ্য জুড়ে সবুজ ঝড়ে বিপর্যয় গেরুয়া শিবিরে। আর দক্ষিণ ২৪ পরগনা চারটি লোকসভায় ব্যাপক ভোটে পুনরায় জয়লাভ করলো তৃণমূল। সুন্দরবন অধ্যুষিত জয়নগর লোকসভা কেন্দ্রে তৃতীয় বার জয়ী হয়ে হ্যাটট্রিক করলেন তৃনমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল।

গত ২০১৯ সালে তিন লক্ষ ১৬ হাজার ভোটের ব্যবধানকে টপকে এবারে তিনি নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির ডা: অশোক কান্ডারীকে চার লক্ষ ৬৭ হাজার ৩০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।এবারের নির্বাচনে জয়নগর কেন্দ্রে তৃনমূল প্রার্থী প্রতিমা মন্ডলের প্রাপ্ত ভোট ৮ লক্ষ ৮৮ হাজার ৯৮১ টি ভোট,বিজেপি ডা: অশোক কান্ডারীর ভোট চার লক্ষ ২১ হাজার ৬৭৭ টি ভোট।তৃতীয় স্থানে এই প্রথম উঠে এলো আই এস এফ। তাদের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ২৪৯টি ভোট,চতুর্থ স্থানে আর এস পি-র প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৯১৩ টি ভোট,৫ ম স্থানে এস ইউ সি আই-এর প্রাপ্ত ভোট ১৪৫২ টি ভোট, নোটায় ভোট পরেছে ৯৭৪১ টি ভোট।

মঙ্গলবার ক্যানিংয়ের বঙ্কিম সরদার কলেজের মোট ২০ টি রাউন্ড গণনা করা হয়।আর প্রথম রাউন্ড থেকেই তৃণমূল এগিয়ে যায়।সময় যত এগোয় মার্জিন তত বাড়ে।এদিন জয়ের পরে প্রতিমা মণ্ডল এই জয়কে মা মাটি মানুষকে উৎসর্গ করে বলেন, ‘আমার দায়িত্ব আরও বেড়ে গেল’।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *