উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: কলকাতার বিগ্রেড থেকে এ বারের লোকসভা নির্বাচনের ৪২টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাম ঘোষণা করেন।
দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা আসনে এ বার দুটি আসনে নতুন মুখ আনা হল। যাদবপুর কেন্দ্রে প্রতিবার প্রার্থী বদল করে তৃণমূল। আর এই কেন্দ্রে এ বারে প্রার্থী হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অভিনেত্রী সায়নী ঘোষ। মথুরাপুর কেন্দ্রে এ বারে প্রার্থী বদল করেছে তৃণমূল। সেখানে এ বারে নতুন মুখ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাপি হালদার।
ডায়মন্ডহারবার ও জয়নগরে আবার পুরনো মুখের উপর ভরসা রেখেছে তৃণমূল। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জয়নগরে প্রতিমা মণ্ডল। ২০১৯ সালে ৩ লক্ষ ১৬ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল।
পুনরায় প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে জয়নগরের বিদায়ী সাংসদ তথা এ বারের প্রার্থী প্রতিমা মণ্ডল বলেন, “জয়নগর লোকসভা কেন্দ্রে গত ১০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে কাজ করে চলেছি। আমাকে আবার মনোনীত করার জন্য ধন্যবাদ। আমি বাকি থাকা কাজগুলোকে শেষ করব এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সুন্দরবনের মানুষের কাছে আরও তুলে ধরতে চাই।”
ও দিকে, মথুরাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারও জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী বলে জানালেন।
Be First to Comment