উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : ভোটের আগে আবার জমে উঠেছে ভাঙড়। লোকসভা ভোটের আগে প্রখর তাপদাহকে উপেক্ষা করে ভোট প্রচারে সব রাজনৈতিক দলগুলি। শনিবার সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল অবজারভার শওকত মোল্লার নামে পোস্টার পড়ে।
শওকত মোল্লার নামে পোস্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কারা এই ধরনের পোস্টার এলাকায় লাগিয়েছে তার নাম নেই। এই পোস্টারে লেখা হয়েছে “সুগত বসু, কবীর সুমন, মিমি চক্রবর্তী এমপি হয়ে কী করেছেন শওকত মোল্লা, সায়নী ঘোষ জবাব দাও। ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ের সন্ত্রাস করে খুন করল সেই খুনের দায়ে আরাবুল জেলে। শওকাত মোল্লা বাইরে কেন, প্রশাসন জবাব দাও। মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা-গুলির মাস্টার মাইন্ড শওকাত মোল্লার এই ভাঙড়ে ঠাই নাই।”
উল্লেখ্য ভাঙড় বিধানসভার বিধায়ক আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম জেলে। দলীয় সূত্রে খবর, ভোটের পুরো দায়িত্ব এখন শওকত, কাইজারদের হাতে। আরাবুলকে জেল থেকে মুক্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর তার পরে এই পোস্টার এলাকায় পড়ায় অনেক কিছুই গুঞ্জন ঘুরছে।

তবে শওকত-পন্থী তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি, তাঁদের নেতাকে বদনাম করার জন্য এগুলো করা হয়েছে।তবে পুলিশ সমস্ত কিছুর উপর নজর রেখেছে বলে জানা গেল।




Be First to Comment