শুকিয়ে গেল আস্ত একটা পুকুরের জল। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: মাস দু’য়েক আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের হরিপুর হাটতলা সংলগ্ন এমএসকে স্কুল চত্বরে ঘটেছিল একটি ধসের ঘটনা। এই ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। সেই আতঙ্কের রেশ এখনও কাটেনি স্থানীয় বাসিন্দাদের মন থেকে। এরই মধ্যে বলতে গেলে একই এলাকায় ঘটল ধসের ঘটনা। এ বার ধসের কারণে শুকিয়ে গেল আস্ত একটা পুকুরের জল।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যেবেলার পর হরিপুর হাটতলা সংলগ্ন গোঁসাই তোলা মন্দিরের পাশে বড় পুকুরে ঘটেছে এই ধসের ঘটনাটি। সন্ধ্যের পর থেকে হঠাৎই ওই পুকুরের জল কমতে শুরু করে। শুক্রবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় একেবারে জল শুকিয়ে পুকুরটি রুক্ষ জমিতে পরিণত হয়েছে। পুকুরে থাকা সমস্ত মাছও উধাও।
স্থানীয় বাসিন্দা শিবু মণ্ডল বলেন, এই পুকুরের জল নিত্য প্রয়োজনে স্থানীয় মানুষরেরা ব্যবহার করেন । জল শুকিয়ে যাওয়ায় কমবেশি সকলেই সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হাটতলার বাসিন্দা তথা হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন, ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন ও বিস্ফোরণের ফলে এলাকায় প্রায়ই ধসের ঘটনা ঘটে। এর ফলে এলাকায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গোপীনাথবাবু।
এ দিকে এই ধসের ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় আসেন ইসিএলের হরিপুর কোলিয়ারির এজেন্ট পিকে ঝাঁ। কী কারণে পুকুরের জল শুকিয়ে গেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Be First to Comment