পোলিও শিবির করা হয়েছে সারা দেশ জুড়ে। প্রতীকী ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: পোলিও মুক্ত ভারত গড়তে ৩ মার্চ থেকে ৭ মার্চ পোলিও শিবির করা হয়েছে সারা দেশ জুড়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেলপারের স্বাস্থ্য কেন্দ্রে পোলিও শিবির করা হয়েছে।
আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, পোলিও মুক্ত দেশ তৈরি করতে রবিবার পোলিও শিবির করা হয়েছে | রেলপারের স্বাস্থ্য কেন্দ্রে সেই শিবিরের উদ্বোধন করলেন জেলা শাসক এস পন্নামবলাম, জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদের সদস্য-সহ বিশিষ্ট অতিথিরা। আগামী দিনে কোনো শিশু পোলিও আক্রান্ত না হয় তারজন্য এই উদ্যোগ |
তিনি জনগণের কাছে আবেদন করেন, আগামী চারদিন স্বাস্থ্য কর্মীরা বাড়ি গিয়ে পোলিও ড্রপ খাওয়াতে যাবেন এবং সকলকে তাঁদের সহযোগিতা করার জন্য আবেদনও করা হচ্ছে।
Be First to Comment