Press "Enter" to skip to content

অন্ডালে অভিযান চালিয়ে পাঁচটি ওভারলোড বালির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ

অন্ডাল : অভিযান চালিয়ে পাঁচটি ওভারলোড বালির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ ।

গভীর রাতে মদনপুরের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে গাড়ি গুলিকে আটক করা হয় । বালি পাচার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিছুদিন আগে এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে ।

বালি পাচার বন্ধ করতে পুলিশ, বিএলআরও আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । এরপর বেআইনি বালি উত্তোলন ও পাচার কিছুটা নিয়ন্ত্রণ হলেও বেআইনিভাবে পাচার চলছে বলে স্থানীয়দের অভিযোগ ।

সুত্র মারফত এই রকমই অভিযোগ পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ । মদনপুর পঞ্চায়েতের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে প্রায় ২০০ টন বালি সহ পাঁচটি ওভারলোড বালি বোঝায় ডাম্পার আটক করে পুলিশ । আটক করা ডাম্পার গুলি থানায় নিয়ে যাওয়া হয় । বালিসহ আটক ডাম্পার গুলি আজ বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে থানা সূত্রে জানা গেছে ।

দামোদরের কোন ঘাট থেকে এই বালি উত্তোলন করে কোথায় পাচার করা হচ্ছিল তদন্ত করে তা দেখা হবে বলে থানার এক আধিকারিক জানান ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *