সালানপুর: রূপনারায়ানপুরে একাধিক বাড়িতে চুরির সঙ্গে যুক্ত তিনজন ওয়ান্টেড চোরকে ধরতে সমর্থ হল সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এক মাস ধরে পিঠাকেয়ারী, রূপনগর,শান্তশ্রীপল্লী, ওয়েস্ট রাঙামাটিয়ে সহ বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে। এমন একের পর এক চুরির ঘটনায় চাপ আসতে থাকে পুলিশ প্রশাসনের উপর।
ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পায় এবং গতকাল সন্ধ্যায় তিনজনকে গ্রেফতার করতে সমর্থ হয়।ধৃতদের নাম নাসিব খান, বিশাল হাড়ি এবং রাহুল হাড়ি, এরা তিনজনই রূপনারায়ানপুর অঞ্চলের বাসিন্দা।
ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে তারা স্বীকার করে চুরির ঘটনা গুলির সঙ্গে তারাই যুক্ত।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, এরা তিনজনেই চুরি,ছিনতাইর মত ঘটনার সঙ্গে যুক্ত। এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আজ ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়। পুলিশ তদন্ত সাপেক্ষে ১০দিনের পুলিশি হেফাজতে চায়।
তবে পুলিশ জানায়, এদের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।




Be First to Comment