অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুড়িয়া : লোকসভা নির্বাচনের ঠিক আগে অপরাধ আটকাতে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল এক যুবক। ধৃত যুবকের নাম মহম্মদ শাহাবাজ আনসারি ।
জানা গেছে, ধৃত আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর মসজিদ মহল্লার বাসিন্দা । ধৃত যুবকের কাছ থেকে একটি পিস্তল ও দু রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে জামুড়িয়া থানার পুলিশ।
সূত্রে খবর, বুধবার বিকালের পরে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত লাগোয়া দরবারডাঙ্গা ঘাটে জামুড়িয়া থানা পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই সময় বীরভূম দিক থেকে আসা একটি চারচাকা ‘জাইলো’ গাড়ি দেখে সন্দেহ হয় নাকা চেকিংয়ে থাকা পুলিশ অফিসারদের ।

তারা গাড়িটিকে আটকাবার চেষ্টা করলে গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে চালক । বেশ কিছুটা রাস্তা পুলিশ ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে। সেই সময় গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন দৌড়ে পালিয়ে যায়। একজন ধরা পড়ে যায়। তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ ।
এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের অনুমান, চারজনের দল সীমান্ত পার করে এই জেলায় ঢুকে কোন অপরাধ করার পরিকল্পনা করেছিল। তার আগেই তাদের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে।




Be First to Comment