উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুল জুড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুলে কর্তৃপক্ষের অনুমান প্রায় দেড় লক্ষ টাকা চুরি হতে পারে।
ব্যাংক থেকে মিড ডে মিলের জন্য টাকা তোলা হয়েছিল, সেই টাকা এবং স্কুল ফান্ডের টাকা ও সেখানে ছিল, সেই টাকাও নিয়ে চলে যায় তারা। অভিযোগ বুধবার সকালে স্কুলে এসে টিচার রুমে ঢুকে তারা দেখতে পান ‘ চারটে আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। সেখানে কিছু না পেয়ে পাশের ঘরে গিয়ে ড্রয়ার ভাঙ্গা হয়, সেখানেও কিছু না পেয়ে পাশেই প্রধান শিক্ষিকার রুমে দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে আলমারির লক ভেঙে সেখান থেকে প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘরে থাকা CCTV ক্যামেরার হার্ডডিক্স ভেঙে দেওয়া হয়। তার কারণে কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা।
সম্প্রতি এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটতে দেখা গেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। এবার আবারও চুরির ঘটনা ঘটলো বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালযয়ে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।





Be First to Comment