Press "Enter" to skip to content

পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে তিন দিনব্যাপী রূপনারায়ণপুর উৎসব

রূপনারায়ণপুর : পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হল তিন দিনব্যাপী রূপনারায়ণপুর উৎসব।

এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই উৎসবের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য, সমাজকর্মী জয়দীপ মুখোপাধ্যায় এবং বিজয় সিং ।

এই উপলক্ষে প্রথম দিন প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে সারা বছরের খাতা, পেন্সিল ও পেন সহ পড়াশোনা সামগ্রী তুলে দেওয়া হয় পিসের পক্ষ থেকে। বিধান উপাধ্যায় তার বক্তব্যে এই সংস্থা যেভাবে দুঃস্থ ছাত্রছাত্রীদের গত ১৪ বছর ধরে পড়াশুনা এবং সাংস্কৃতিক জগতে নিয়ে কাজকর্ম করছে তার উচ্ছশিত প্রশংসা করেন। বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে তাদের ইভিনিং মিল বা সান্ধ্যকালীন খাবার দিয়ে নাচ, গান, আবৃত্তি ও ছবি আঁকা শেখানো হয়। শুধু রূপনারায়ণপুর বা আসানসোল নয়, এই রাজ্যের অন্য জায়গায় এমন কি বাংলাদেশে নানান ভাবে অনুষ্ঠান করে এসেছে এই সংস্থা।

অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার শুভদীপ সেন। তিনি বলেন, রূপনারায়ণপুর চিত্তরঞ্জন সংলগ্ন এলাকার মানুষ ছাড়াও বাইরের মানুষের সহযোগিতা ছাড়া এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব নয় । এই সংগঠন চালিয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য চেয়ে আবেদন করেন।

প্রথম দিন পিসের বাচ্চাদের সমবেত আবৃত্তি এবং অন্যান্য সংগীত ও নৃত্য অবশ্যই উল্লেখ করার মতো ছিল। শিক্ষা সহ একাধিক বিষয় এখানে আলোচনা চক্র, কবিতা পাঠের আসর সহ এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এছাড়াও এই উৎসবে সাথে খাদ্য মেলারও ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *