Press "Enter" to skip to content

লক্ষ্য রামনবমী, বার্নপুরে হিরাপুর থানার উদ্যোগে শান্তি বৈঠক

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বার্নপুর: আগামী ১৭ এপ্রিল রামনবমী। ওইদিন পুজো ও পরের দিন মিছিল বেরোনোর সময় যাতে বার্নপুর শহরে আইনশৃঙ্খলা ঠিক থাকে, তার জন্য শনিবার হিরাপুর থানার পক্ষ থেকে একটি পিস মিটিং বা শান্তি বৈঠক করা হয়।

বার্নপুরের প্রান্তিক ক্লাব সংলগ্ন মোনালিসা ব্যাঙ্কোয়েট হল-এ হওয়া এই বৈঠকে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) আশিস মৌর্য। এ ছাড়াও ছিলেন এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই ( হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর এবং হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ মাজি।

এই বৈঠকে আসানসোল পুরনিগমের বার্নপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর ও বার্নপুরে যে ১৮টি রামনবমী পুজোর উদ্যোক্তা ও আখড়া কমিটি আছে, তার কমিটির সদস্যদের ডাকা হয়েছিল।

বৈঠকে কী করা যাবে আর কী করা যাবে না, তা সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *