অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল জেলা হাসপাতালে প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগে বিড়ালের উপদ্রবে আতঙ্কিত প্রসূতি এবং শিশুর পরিবার এবং পরিবারের আত্মীয়স্বজন।
জেলা হাসপাতালের প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগে আনুমানিক ২৫ থেকে ৩০টা বিড়ালের অবাধ বিচরণ বলে অভিযোগ। বিভাগের কর্তব্যরত নার্স থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মীরা ওই সমস্ত বিড়ালদের আদর করে খাবার দিয়ে থাকেন।
হাসপাতালে ভর্তি রোগীরাও তাঁদের উচ্ছিষ্ট খাবার বিড়ালদের দিয়ে থাকেন এবং অনেক সময় খাবার না পেলে রোগীদের খাবার জোর করে খেয়ে নেয় বিড়াল। সেই সময় বাধা দিতে গেলে বিড়ালরা নখ দিয়ে আঁচড়ে দিয়ে আক্রমণ করে । এ নিয়ে আতঙ্কিত রোগীরা।
শুক্রবার সকালে প্রসূতি বিভাগে এক অন্তঃসত্ত্বাকে বিড়াল নখ দিয়ে আঁচড়ে দেওয়ার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপদ বুঝেই তড়িঘড়ি কর্তব্যরত নার্স ওই গর্ভবতী মা’কে প্রতিষেধক দিয়ে দেন ।
হাসপাতালের এক কর্মী জানান, শুধু প্রসূতি বিভাগে ২৫টার মতো বিড়ালের অবাধ বিচরণ রয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা মন্তব্য করতে অস্বীকার করেন।
ওয়াকিবহাল মহলের মতে, শহরের অন্যসব সুপার স্পেশালিটি হাসপাতালে বিড়াল শূন্য থাকে। অথচ আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষের ডোন্ট কেয়ার মনোভাব । আসানসোল জেলা হাসপাতালের কর্তৃপক্ষ কবে সচেতন হবেন, সেই নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।
Be First to Comment