অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন নিয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে। অভিযোগ, নিম্নমানের স্যালাইনের কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে এবং আরও চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঘটনার জেরে পদক্ষেপ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
মেডিক্যাল কলেজের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, নিম্নমানের স্যালাইনের কারণেই এই বিপর্যয় ঘটেছে। রিপোর্টের ভিত্তিতে রাজ্যের সব হাসপাতালেই অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্টকে থাকা স্যালাইনও ব্যবহারের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রশ্ন উঠছে, নিষিদ্ধ স্যালাইন কীভাবে এখনও ব্যবহার করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, গত বছর কর্নাটকে একই স্যালাইনের কারণে চার প্রসূতির মৃত্যু হয়েছিল এবং সেসময় এটি কালো তালিকাভুক্ত করা হয়েছিল। তা সত্ত্বেও মেদিনীপুর মেডিক্যাল কলেজে এই স্যালাইন ব্যবহারের বিষয়টি উদ্বেগজনক।

রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে রিপোর্ট তলব করেছে। শুক্রবার স্বাস্থ্য ভবনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দ পুরো বিষয়টি এড়িয়ে গেলেও ঘটনার গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।




Be First to Comment